কবি আবদুস সালাম -এর একটি কবিতা
অবিশ্বাস মাথায় নিয়ে দাঁড়িয়ে
অবিশ্বাসের ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি
ধর্ম প্রচারের দ্বায়ীত্বে আছেন ধর্ষক বাবা
অসহায় রাস্তায় পাহারা দিচ্ছে পঙ্গু পুলিশ
ধর্ম প্রাণ মানুষ পুলিশের হাতে গুঁজে দিচ্ছে বরাদ্দ মাসোহারা
এটাই নাকি অলিখিত সংবিধান
ইহকাল নিয়ে বিজ্ঞাপনের পাতা ভরাট হয়
সংকেত পাঠাচ্ছে পরকাল
দীর্ঘরাত অসহায় বারান্দায় ঘুমায়
বয়ঃসন্ধির বিজ্ঞাপন ঝুলছে ধর্মবেদীর দূয়ারে
সকাল সন্ধ্যা পূজা করি যৌন মানবের
অসহায় ঝরে পড়ছে বিবেকের বারান্দায়
Comments