কবি ঋদেনদিক মিত্রো -এর একটি কবিতা
একটা ছোট কবিতা লিখি
একটা ছোট কবিতা লিখি --
কিন্তু সেটা কেমন,
বিষয়টা তো নয় হে সহজ,
কাজটা যেমন তেমন!
ছোটো লেখা আয়তনে --
অর্থে হবে বড়,
এমন লেখা লেখাটা কি
সত্যি সহজতর?
আচ্ছা যদি এটাই লিখি ---
ধরে সঠিক পথ --
সবাই হবো মুক্ত-মনা,
সাহসী আর সৎ,
জ্ঞান চর্চা, তার সঙ্গে
বিচক্ষণতা আর --
সিদ্ধান্তে অটল থাকা,
সতর্ক বারবার!
এই ক-টা গুণ থাকলে তোমার --
সফলতায় সেরা,
থাকবেনা আর সামনে তোমার --
কোনো বাধার ঘেরা!
Comments