লেখক সিদ্ধার্থ সিংহ -এর একটি গল্প
বাবলুদা
বাবলুদা মারা গেছেন। পাড়ায় শোকের ছায়া। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন অথচ অকৃতদার। কোনও মহিলার দিকে তিনি ভুল করেও ফিরে তাকাতেন না। যা আয় করতেন প্রায় পুরোটাই ঢেলে দিতেন তাঁর ক্লাবকে।
তাই ক্লাবের সদস্যরা মিলে ঠিক করলেন, এমন একজন সুপুরুষের যে অঙ্গটি কোনও কাজেই লাগল না, সেটা তাঁরা সংরক্ষণ করবেন।
সেই ভাবে বাবলুদার যৌনদণ্ডটি প্রিজার্ভ করা হল। সবার দেখার জন্য প্রথম সাত দিন ক্লাব ঘরে রাখা হল কাচে ঢাকা পাত্রে।
তার পর ঠিক হল, এই দর্শনীয় বস্তুটি প্রত্যেক সদস্য তাঁর বাড়িতে তিন দিন করে রাখতে পারবেন।
যখন বাচ্চুদার পালা এল, তখন তিনিও নিয়ে গেলেন তাঁর বাড়িতে। সে দিনই সন্ধেবেলায় বাপের বাড়িতে এক মাস কাটিয়ে ফিরে এলেন বাচ্চুদার বউ।
তিনি কিছুই জানতেন না। জানতেন না বাবলুদার মৃত্যুর সংবাদও। কিন্তু ওই যৌনদণ্ডটি দেখামাত্রই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন, বাবলুদাও চলে গেল!
Comments