কবি মহীতোষ গায়েন -এর একটি কবিতা
আমরা ভারতবর্ষের মেয়ে
আমরা হিন্দু ভারত,মুসলিম ভারত,
খৃষ্টান ভারত,বৌদ্ধ ভারত,
জৈন ভারত,সর্ব ধর্ম ভারতের মেয়ে...
ভারতবর্ষ আমাদের মা,আমাদের বাবা।
আমরা অসাম্প্রদায়িক ভারতবর্ষে
জন্মেছি,বেড়ে উঠেছি তার জল
হাওয়ায়,খেলেছি তার মমত্বের
মাঠে,আমরা দাঙ্গা থামাতে জন্মেছি।
আমরা অসহায়,বঞ্চিত মানুষের মুক্তির
জন্য সংগ্রাম করি,আন্দোলন করি,
লড়াই করি রাস্তায় নেমে,কারণ আমরা
মানুষের সুখ চাই,জীবিকা চাই,শান্তি চাই।
আমরা হিন্দু নই,মুসলিম নই,খৃষ্টান নই,বৌদ্ধ
নই,জৈন নই;আমরা সেই সব সাধারণ মেয়ে,
আমরা ভারতবর্ষের মেয়ে,প্রয়োজনে জ্বলে
উঠতে পারি,দাঙ্গার আগুন নেভাতেও পারি।
আমরা রান্না করি,গান গাই,লিখি,কবিতা লিখি,
গল্প লিখি,প্রশাসন চালাই,যুদ্ধে যাই,লড়াই করি,
বিমান চালাই,বাস চালাই,ট্যাক্সি চালাই,আমরা
প্রতিবাদ করতে জানি,প্রতিরোধ করতে জানি।
হ্যাঁ,আপনাকে বলছি,আপনাদের বলছি,আমরা
রুখে দেব ধর্ষণ,রুখে দেব জাতপাত,রুখে দেব
যাবতীয় অত্যাচার,যাবতীয় ভণ্ডামি,মুখোশ টেনে
ছিঁড়ে ভারতবর্ষের পতাকা ওড়াবো সারা বিশ্বে।
Comments