কবি সুমিত্রা পাল -এর একটি কবিতা
মৃত্যুর হাতছানি
মৃত্যু, তুমি হাতছানি দাও কেন বারবার ?
আগেও ডেকেছো কত, তাও মানিনি হার।
যতই ডাকো হারবে তুমি, করব বাঁচার লড়াই,
থাকবেই ঘাত প্রতিঘাত, তাকে না ডরাই।
চলার পথ তো কঠিন হবেই ,পাই না ভয়,
সব বাধা সরে গিয়ে একদিন হবেই জয়।
মৃত্যু তুমি কেন বারবার কড়া নাড়ো দ্বারে?
তোমার বিষাক্ত নিঃশ্বাস কেন পিঠে ঘাড়ে?
যাও যাও যাও তুমি, যাও যাও ফিরে।
কেন তুমি জাল বিছাও আমাকে ঘিরে?
কারণে-অকারণে ছল করে ,আসো ঘুম ঘোরে,
দরজায় দিয়েছি খিল, এসোনা আমার ঘরে।
হারবো না তোমার কাছে ,আছে মান হুঁস,
আমি নই মেরুদণ্ডহীন ভীরু কাপুরুষ।
হারিয়ে যাক যতই ,ঠোঁটের কোণে হাঁসি,
তবুও তোমার লোভের থাবায় ঝুলবনা ফাঁসি।
সুখ-দুঃখ দুই ভাই ,থাকে তারা কাছাকাছি,
দুঃখ যদি থাকে, সুখও আসবে পাশাপাশি।
Comments