কবি অভিজীৎ ঘোষ -এর একটি কবিতা
ডিগ্রীর ঝোলা
তোমার আছে অনেক শেখা
বুদ্ধিজীবী হইছো তাই,
আমার ঘটে গোবর ভরা
বুদ্ধু হয়েই থাকতে চাই।
তোমার ফাইল ডিগ্রি ভরা
তাইতো এত অহংকার,
আমার কাঁধে শূন্য ঝোলা
জ্ঞানের আশায় নির্বিকার।
সংখ্যা ভেঙে অঙ্ক বানাও
লেটার দিয়ে শব্দ,
আমার মতো অজ্ঞ যারা
সেই কলেতেই জব্দ।
তোমার হাতের পেনের খোঁচায়
বিশ্ব জোড়া হিসাব রয়,
আমার মতো মুর্খ হলে
জীবন শুধু দুঃখময়।
জ্ঞানকে নিয়ে করছো খেলা
খেলতে খেলতে খেলোয়াড়,
আমি শুধুই জানতে থাকি
তাইতো আমি জানোয়ার।
Comments