কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা
আলোর পথে
আলোর সিঁড়ি বেয়ে চুপ সময়
ওঠা নামা প্রহর গোনে মনোময়
সুখ আকাশ এক ঝাঁক পায়রার
সফেদ মেঘের ভেলায় ফেরার
টুকরোয় নামে আলোর বাসর
হাটের সীমানায় নাবাল প্রান্তর
তোমায় লিখবো ভেবে সাদাপাতা
এক ঝাঁক শব্দের খাঁচায় খাতা
মন কি বলে সবটাই হয় না শব্দে
আরও কিছু ঝকমারি শব্দজব্দে।
Comments