কবি তহিদুল ইসলাম -এর একটি কবিতা
তুমি বলে ছিলে
তুমি বলে ছিলে, বৃষ্টি ভালোবাসো
কিন্তু যখন বৃষ্টি ঝরে ,তুমি আশ্রয় খুঁজে পাও
তুমি বলে ছিলে, সূর্য ভালোবাসো
চোতের বিরহকাতর মাঠের বুকফাটা রোদে
তুমি হাফ ছেড়ে বাঁচো ,ছায়া খুঁজে নাও
আমি বড় চিন্তিত, তুমি যখন বলো,
" আমি তোমাকে ভালোবাসি"।
তুমি বলে ছিলে ,চাঁদ ভালোবাসো
আবার জোছনা রাতে ,তার কলঙ্ক খুঁজতে যাও
তুমি বলে ছিলে, গোলাপ ভালোবাসো
গোলাপ বনের কাঁটা দেখে থমকে দাঁড়াও।
আমার ভয় করে তুমি যখন বলো,
" আমি তোমাকে ভালোবাসি"।
Comments