শহর সাজ
কয়েকটা হাত এগিয়ে যাচ্ছে
কয়েকটা মুখ বদলে যাচ্ছে ক্রমশ
সভ্যতার চাদরে আজ
শুধুই ছবি আঁকা
নিজের মত নিজেরাই সাজিয়ে নিই
নামতার সংখ্যা
বিপুল পরিবর্তন
চোখের ভিতর চোখ লুকিয়ে
শহর সেজেছে জলসা ।
________________________________________
জীবন কথা
কয়েকটা কথা ___
বদলে যাচ্ছে
ক্রমশ পাল্টে যাচ্ছে মুখ,হাত
ঠোঁটের বিবর্তন সময়ের সাথে সাথে
হয়তো এটাই
ফিরে আসা রাস্তায়
এক একটা পথ দাঁড়িয়ে
চিনতে চিনতে
নদী কথায় লিখে রাখা আছে
আমার প্রবাহিনী স্রোতের কথা
বদলে গেলেই জীবন বাঁচে।
No comments:
Post a Comment