Sunday, August 8, 2021

কবি সত্যেন্দ্রনাথ পাইন এর একটি কবিতা

 মধ্যবিত্ত


অভিশাপে নাকি গরীব জন্মায়

            আর

    আশীর্বাদে জন্মায় ধনী

মধ্যবিত্ত কেমনে জন্মায় জানো নাকি কেউ

    সব ব্যাপারে সবখানেই যে ঋণী! 


গরীবের আছে সরকার পাশে

    আছে কিছু অন্নদাতা

ধনীর আছে অঢেল অর্থ, খাদ্য উদ্বৃত্ত

  আমলা আইন বিধাতা। 


গরীবের নাকি শিক্ষা কম তাই

       মানের বালাই নেই। 

হাত পেতে নেয় ত্রাণসামগ্রী

       বাঁচার আশাতেই। 

ধনীর আছে প্রাণভ্রমরা যুগ হতে যুগান্তরে

      মধ্যবিত্তরা বুকে চেপে রেখে

          সদাই কেঁদে মরে। 


ও হোলো গরীব, তিনি হলেন ধনী

      রইলে পড়ে তু -- মি----

বাড়িতে বসে বাজাও বেহালা

       দুঃখটারে চুমি। 

তোমার জন্যে আছে নিস্তব্ধ আকাশ

 আর কিছু মিথ্যে আশ্বাস

তাই প্রাণপনে ডাকো পরমেশ্বরে

       যদি থাকে বিশ্বাস।। 


ঘরখানা ছেড়ে, যাবে কোথা কাজে

 বন্ধ সবই ' লকডাউনে'

বরং উদাস চোখে স্ত্রীর পানে চেয়ে

       কাঁদো-- কাঁদো প্রাণপনে। 


      তুমি না মধ্য বিত্ত

     কোথায় তোমার স্থান? 

তারচেয়ে, উচ্ছিষ্ট অন্ন তুলে নাও মুখে

           ওটাই তোমার প্রাণ।। 


     ওরে মধ্যবিত্ত !

     কেন করিস চিন্তা তবে

রাত পোহালেই তো সূর্য উঠবে ভবে। 

নাইবা কেউ ডাকলো তোকে

   মনের একতারাটা বাজা

অপূর্ব এক প্রসন্নতা পাবি

 তুই হবি রাজার রাজা।। 



No comments: