ভুতের ছড়া
তেতুল গাছে রাত দুপুরে
ঝগড়া করে কারা?
লম্বা বেটে সাদা কালো
মামদো ভুত যারা।
ক্ষিধের জ্বালায় সবাই কাঁদে
নেইতো খাবার ঘরে,
গোল বেঁধেছে তাইতো তাদের
সারাটা রাত ধরে।
কাঁদতে থাকে হাসতে থাকে
নাচতে থাকে গাছে,
সবাই জানে তেতুল গাছে
হাজারো ভুত অাছে।
তেতুল গাছের পথটা ধরে
হাটলে পরে কেউ,
ভুতরা তখন মহা সুখে
লাগায় পিছে ফেউ।
মানুষ তখন জ্ঞান হারিয়ে
মাটিতে যায় পরে,
রক্ত চুষে ভুতেরা খায়
কোলের উপর ধরে।
ভয়ে ভয়ে ঐ পথে আর
কেউ যায় না ভুলে,
ভুতগুলো সব হাত পা বেঁধে
অমনি নেবে তুলে।
No comments:
Post a Comment