অচেনা আষাঢ় সন্ধ্যা
তখন তারা সবে একুশ পথে,
চলেছিল একা খোয়াই তীরে
হঠাৎ এলো ঝড় বৃষ্টির পাড়ে
প্রান্তিক এক মেঘ বিকেল সাথে।
নিঝুম চারিদিক আঁধার ঘিরে
ধুলো ওড়া মাঠে একা দুজন
ঝড় বাদল মিলিয়ে ছিল মন
চিনে নেবার সময় এলো পরে।
তখন খোয়াই ভীষণ ইশারায়
বৃষ্টি ভেজা গন্ধে মাতাল মন
নদীর বুকে কাটলো কিছুক্ষণ
খোয়াই তখন বৃষ্টি সুরে গায়।
কালো মেঘে অচেনা মন চায়
জলের ছাঁটে হাপুস ভেজে চোখ
অদম্য এক প্রশ্রয় আজ হোক
শ্রাবণ সন্ধ্যা কিকরে মিথ্যে হয়।
আকাশ জুড়ে মনের ধারা জল
চোখের ভাষা মনেতে বিস্ময়
শব্দহীন কথা যে বলা দায়
কিছু কথা আলাপেই প্রাঞ্জল।
বৃষ্টি মেখে আবার ফিরে চাওয়া
স্মৃতির পাতায় কিছু পিছুটান
হঠাৎ কেন বুকেতে আনচান
আষাঢ় সন্ধ্যা নতুন করে পাওয়া।
No comments:
Post a Comment