বৃষ্টি যখন আসে
আষাঢ় শ্রাবণ মাসে-
বৃষ্টি যখন আসে-
ট ই টম্বুর চারদিকে জল
পথ ঘাট সব ভাসে !
পুকুর ডোবার পাড়ে-
ব্যাঙগুলো ডাক ছাড়ে-
সূয্যি ঠাকুর মুখটি লুকায়
কালো মেঘের আড়ে !
উথাল পাথাল সুরে-
নদী দু'কূল জুড়ে-
নেচে নেচে এগিয়ে চলে
মিলতে সমুদ্দুরে !
জল থৈ থৈ মাঠে-
চাষীর বেলা কাটে-
পানকৌড়ি ডুব দিয়ে যায়
পদ্ম দিঘির ঘাটে।
-----------------------------------------------------------------
ভোল বদল
বাঘ বললো " শোন্ বাঘিনী
এই করেছি পণ-
বয়স হল আনেক এবার
ধর্মে দেব মন।
দ্বেষ হিংসা রক্তারক্তি
করবো নাকো আর-
নামাবলী গায়ে সবার
করবো উপকার।
এতোদিন যা পাপ করেছি
মুক্তি পেতে তাই-
হিমালয়ে তপস্যাতে
চলেই আমি যাই''।
এই না বলে বাঘিনীটার
রেখেই মাথায় হাত-
বাঘ চললো হিমালয়ে
তখন অনেক রাত।
No comments:
Post a Comment