Sunday, August 8, 2021

কবি তৈমুর খান -এর দুটি কবিতা

মা



 সারারাত সেলাই করছে কাঁথা


 টুকরো-টুকরো ছেঁড়ামেঘ জুড়ে


 একটি আকাশ শুধু মমতার সুতো দিয়ে গাঁথা


 আমাদের আকাশটুকু  জ্যোৎস্না ভরে থাক


 নক্ষত্রফুল ফোটাক  আমাদের সর্বংসহা মা ।


_______________________________________________________



নিজেকে দেখেছি এবার




অসুখ থেকে উঠে দাঁড়াচ্ছি

দ্রুত মোটরগুলি চলে যাচ্ছে

পতাকা নেই আমার

হে মানুষ, পতাকা নেই !


ঘৃণার জলে ভিজতে ভিজতে

একটাও চালা নেই

সাইকেল নির্ভর জীবন

খণ্ডেৎ ত বিহীন বলে

উৎসব এল না আর

দূরের নকশা দেখে দেখে

কত পদ্ম ফুটল

চৈতন্য জাগল কলরবে

হাওয়ায় উড়ল সিংহাসন



একটা ভ্রমরের পেছনে পেছনে মধু সংগ্রহের উড়ান শুধু

আর কিছু নয়


No comments: