একটা সাপ্তাহিক ব্লগ ম্যাগাজিন ধারাবাহিক ভাবে প্রকাশিত করা এবং সম্পাদনা করার কাজটি যে কতটা পরিশ্রম ও সময়সাপেক্ষ হয় তা যারা করেন তারাই জানেন। তবে এই সম্পাদনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। নতুন নতুন লেখা নির্বাচন, বড় বড় সাহিত্যিকের লেখা পর্যালোচনা এবং অনেক নতুন লেখক কে সুযোগ দিয়ে তাঁদের উৎসাহ দানের কাজটি একটি মহৎ কাজ। আমি জানি অনেকেই আমার পাশে আছেন, আবার অনেকেই পাশে থাকবেন চিরকাল। তাই সকলের জন্য ভালোবাসা ও প্রণাম রইল। পাশে থাকুন। লিখতে থাকুন World sahitya adda ম্যাগাজিনে। এগিয়ে চলুক আমাদের সকলের যাত্রা।
ধন্যবাদান্তে
World sahitya adda Team
__________________________________________________
**বিজ্ঞাপন (Advertisement)
১)
রামপ্রসাদ সরকারের প্রকাশিতব্য নতুন বই আসছে
___________________________________________________
২)
কবি অম্লান লাহিড়ীর প্রকাশিত একটি কবিতার বই
বইটি পাওয়ার জন্য যোগাযোগ করুন নীচে দেওয়া নম্বরে
__________________________________________________




No comments:
Post a Comment