Sunday, August 1, 2021

সুজিত রেজের একটি গদ্য

 টোকা



মাঝেমাঝে ঘরের জিনিসপত্তর একটু এদিক-ওদিক করি।


বিশেষ করে চালের টোকাটা এমন জায়গায় রাখি, যাতে আমার চোখে-চোখে থাকে।এবং জানালা দিয়ে চলনবিলের আলো এসে পড়ে।


টোকার ছিদ্রে বিশেষ ছন্দ আছে। গোধূলি আলোর সেই ছন্দে আমার এক চিলতে ঘর অপরূপ মায়াবী খেলায় অন্নপূর্ণার মন্দির হয়ে ওঠে।


আমি তখন অপলক যেমন ছোট্ট শিশু তাকিয়ে থাকে জাদুকরের রামধনু-পোশাকের দিকে।

নাচে ওই কালবোশেখি


No comments: