Monday, September 27, 2021

লেখক ও ডাঃ প্রভাত ভট্টাচার্য -এর একটি রোগ বিষয়ক আলোচনা

 সি আর পি

    

     

   

  এখন অনেক সময় ই রোগীদের সি আর পি (CRP) পরীক্ষা করতে দেওয়া হয়। আসলে এই জিনিসটা কি আর এর তাৎপর্য ই বা কি, তা নিয়ে আলোচনা করছি। 

     এটি হল একরকমের প্রোটিন যা আমাদের যকৃৎ বা লিভারে তৈরী হয়। আমাদের শরীরে যে কোন 

প্রদাহ বা inflammation হলে রক্তে এর মাত্রা বেড়ে যায়। যেমন, কোনো সংক্রমণ বা ইনফেকশন ,ক্রনিক অসুখ, যেমন এস এল ই,রিউম্যাটয়েড আরথ্ররাইটিস ,ইনফল্যআমেটরি বাওয়েল ডিজিস প্রভৃতি তে। 

      আবার হার্টের অসুখে হাইলি সেনসিটিভ সি আর পি র (hsCRP) মাত্রা বেড়ে যেতে পারে। এর মাত্রা বেশী থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। 

        গর্ভবতী অবস্থায় পরের দিকে এবং জন্মনিরোধক ওষুধ নিলেও রক্তে সি আর পি র মাত্রা বাড়তে পারে। 

      আবার এর মাত্রা বেড়ে যেতে পারে আঘাত বা পুড়ে যাওয়ার ক্ষেত্রে।

No comments: