Sunday, September 12, 2021

কবি অমিত পাল -এর একটি কবিতা

 গড়ে তোল বিপ্লব

                           


আচ্ছা, তোমরা কত টাকার নপুংসক?

তোমার মা-বাবার মুখের রক্ত ----

এই টাকার কাছে বিক্রিত নাকি?

আচ্ছা, তোমরা প্রেমে বিশ্বাস করো!

নাকি, ওটাও টাকার জোরে বেশ্যা...


তোমাদের বিপ্লবী শক্তি ক্ষীন, আমি জানি

বেকারত্বের আগুনে ওটাকে দগ্ধ করো,

দেখবে কয়লা পুড়ে ছাই হয়৷


আরে ভাই, আর সময় নেই

আমার পাশে দাঁড়াও৷ বিপ্লবী হও৷

গড়ে তোল বেকারত্বের বিরুদ্ধে বিপ্লব৷

No comments: