কবি অমিত পাল -এর একটি কবিতা

 গড়ে তোল বিপ্লব

                           


আচ্ছা, তোমরা কত টাকার নপুংসক?

তোমার মা-বাবার মুখের রক্ত ----

এই টাকার কাছে বিক্রিত নাকি?

আচ্ছা, তোমরা প্রেমে বিশ্বাস করো!

নাকি, ওটাও টাকার জোরে বেশ্যা...


তোমাদের বিপ্লবী শক্তি ক্ষীন, আমি জানি

বেকারত্বের আগুনে ওটাকে দগ্ধ করো,

দেখবে কয়লা পুড়ে ছাই হয়৷


আরে ভাই, আর সময় নেই

আমার পাশে দাঁড়াও৷ বিপ্লবী হও৷

গড়ে তোল বেকারত্বের বিরুদ্ধে বিপ্লব৷

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ