কবি কাজী রিয়াজ উদ্দিন আহমেদ -এর একটি কবিতা
কিন্তু
আজ আমি তোমারি প্রথীহ্মায়।
সেদিন শ্রাবন-সন্ধায়
আমি তোমার হ্নদয়-কমলের ঘ্রাণ পেয়েছি।
পেয়েছি আমার হ্নদয়ে তোমার রক্তের স্পন্দন।
দেখেছি তব নয়ন যুগলে নিবীড় বন্যার ছায়া।
যেন বসন্ত এলো ফিরে নিয়ে নব উচ্ছাস।
আমার হ্নদয়ে তোমার করুণ দৃষ্টির আঘাত হেনেছিলে;যদি প্রত্যাখ্যান করি তব প্রেম,
ভাসায়েছি তরণী তব প্রণয়-পাথারে।
তাই পৃথিবীর ধূসর সন্ধায়
সেখানে দাঁড়িয়ে আছি তোমারি প্রতীহ্মায়;
কিন্তু তুমি ত এলেনা,
আজও এলেনা!!
Comments