অপেক্ষা
ভোরের আবছা ধোঁয়াশায়
দূর থেকে দেখা না যায়,
আসছো তুমি হরিণীর মতো
হৃদয়ে দোলা দেয় আগের মতো।
আধেক ঘুমে কাটে সারারাত,
কখন আসবে রাঙা প্রভাত
সোনালী ভোরের প্রতীক্ষায়
প্রহর কেটে যায় আজানা শঙ্কায়।
বাতাসে ওড়ে আঁচল তোমার
নীলাম্বরী সাড়িতে রূপের বাহার
এলায়িত কেশরাজি দোলে
উজ্জ্বল তোমার মসৃণ ভালে।
আবেগে কাঁপে দেহ তোমার
খোলো মৌনতার রূদ্ধ দুয়ার।
তুমি কি জানো বন্ধু
কতভোর কেটেছে তোমার অপেক্ষায়।
No comments:
Post a Comment