Sunday, September 19, 2021

কবি তৈমুর খান -এর একটি কবিতা

 সাইকেল 


               

গল্প নয়, জীবন প্রতিদিন সাইকেলে বাড়ি ফিরছে 

বহুদূর রাস্তা, রাস্তার বাঁক 

রাস্তায় দুর্বিপাক 

পাশ কাটিয়ে জীবন ফিরছে বাড়ি 

ঢংঢং ঘণ্টা বাজিয়ে দিচ্ছে সময় 

সময়ের সরোবরে কত পদ্মরাগ 

তুলে নিয়ে চলে যাচ্ছে চিকন পিঠ 

চশমা পরা মোটর সাইকেল যুবক 

আমি শুধু দূর কোলাহল, ব্যস্ত ক্রিংক্রিং 

ধূলি-ধূসর মাথায় ফিরছি বাড়ি 

কোথায় হাত - মুখ ধোয়ার জল ? 

মুখ দেখার আয়না ? 

জীবনে জীবন যোগের সেতু ? 

দুইচোখ করুণ সরোবর 

এখানেই সাঁতার কাটো 

যুদ্ধক্ষেত্রের ঘোড়া এখন এই ভাঙাচোরা সাইকেল ! 

No comments: