কবি মহীতোষ গায়েন -এর একটি কবিতা
ঘরে ফেরার গান
বছর ঘুরে বছর এলো আবার,
বাতাসে ভাসে নব জীবনের সুর...
বিপন্ন সময়! বিস্ময় ঢেউ খেলে রক্তে;
প্রতিবাদী মানুষ সোচ্চার হয়ে ওঠে।
দিগন্তের রক্তিম সূর্য সুচারু
বিদ্ধ হলো মনোময় সত্তায়,
হৃদয় আকাঙ্ক্ষা-উদ্বেলিত
হলো সংগ্রাম-প্রতিজ্ঞায়।
এবার ঘরে ফেরার ডাক,
সৃজন লিখে যায় জীবনের পদ্য...
দুরের গাছগুলোতে পাখিরা
আবার গাইছে নতুন দিনের গান...
আরেকটা স্বপ্ন,সুখের অসুখ সারিয়ে
মানুষ ফিরছে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে;
প্রজন্মের বাগানে ফোটে বিপ্লবের ফুল,
ঘরে ফেরার গান গাইছে প্রতিবাদী মানুষ।
Comments