গীতিকার বদরুদ্দোজা শেখু -এর একটি গান

 পাখি গেছে উড়ে



পাখি গেছে উড়ে--

তার জন্য হৃদয়ারণ্য মিছে যায় কেন পুড়ে ?।

পাখি গেছে উড়ে।।

ওরে ও পাখি কেমনে থাকি আজ এতো দূরে দূরে ??


আমার আকাশ জুড়ে ছিল যে নীলিমা

মনে হতো সে আমার মানস-প্রতিমা,

মহিমা অপার তার 

দিয়েছে এ দায়ভার 

ওই লাবণ্য হলো অনন্য আমার বিরহ-পুরে।।


আমি কাঁদি আনমনে একলা আঁধারে

মন বাঁধি বিয়াকুল বিজন বাদাড়ে ,

যতো স্মৃতিসুখভার

রয়েছে বুকে আমার, 


হয়েছি ধন্য তার প্রসন্ন গত ভালবাসা জুড়ে ।।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ