Sunday, September 5, 2021

কবি ক্ষুদিরাম নস্কর -এর একটি কবিতা

 প্রতিরোধ



চলুক লাঠি,চলুক গুলি, 

তবু চলো প্রতিরোধ গড়ে তুলি।


ঝড়ে নুয়ে পড়া গাছের মত 

আর কতদিন ! কতবার ! 

মাটির সঙ্গে মিশে যাবে ?


শরীরে শক্তি আনো,

মহীরুহ হও।


ভাঙ্গ,তবু মচকিও না।

তাতে,মরার আগে মনে হবে হারিনি।


চলুক লাঠি,চলুক গুলি, 

তবু চলো প্রতিরোধ গড়ে তুলি।

No comments: