কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা

 আকাশ দেখতে চাই 



আকাশ দেখতে শিখেছিলাম -

তোমার দু চোখে বাজি রেখে! 

মেঘ করতো, বৃষ্টি হতো-

বাজ, বিদ্যুৎ, ঝড় সব দেখেছি!

আজ আকাশ দেখতে গিয়ে -

দেখলাম বেবাক ফাঁকা সমুদ্র। 

শুধু সফেদ লবণ পাহাড়, 

পাহাড়ের চূড়ায় দু একটা হাত-

বাড়িয়ে আছে, আকাশ ধরার চেষ্টায়!

আকাশ বেয়ে মরচে রঙ,

ঝরছে ইউক্যালিপটাস বনে! 

আমার পা ডুবে যাচ্ছিল, 

ত্বরাবালির রাশি -

আমায় ক্ষতবিক্ষত করছিলো! 

আমি আকাশ দেখতে চাইছিলাম

আমি তোমার দুচোখে হারাতে চাই।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ