কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা
আকাশ দেখতে চাই
আকাশ দেখতে শিখেছিলাম -
তোমার দু চোখে বাজি রেখে!
মেঘ করতো, বৃষ্টি হতো-
বাজ, বিদ্যুৎ, ঝড় সব দেখেছি!
আজ আকাশ দেখতে গিয়ে -
দেখলাম বেবাক ফাঁকা সমুদ্র।
শুধু সফেদ লবণ পাহাড়,
পাহাড়ের চূড়ায় দু একটা হাত-
বাড়িয়ে আছে, আকাশ ধরার চেষ্টায়!
আকাশ বেয়ে মরচে রঙ,
ঝরছে ইউক্যালিপটাস বনে!
আমার পা ডুবে যাচ্ছিল,
ত্বরাবালির রাশি -
আমায় ক্ষতবিক্ষত করছিলো!
আমি আকাশ দেখতে চাইছিলাম
আমি তোমার দুচোখে হারাতে চাই।
Comments