কবি তুলসীদাস বিদ -এর একটি কবিতা
ফিরে দেখো
বাঙালিরা ফিরে দেখো
বাংলার কত রূপ।
দেখে দেখে মনে রেখো
বাঙালিরা নিশ্চুপ।
বদলের পালা গান
উল্টিয়ে বদলা।
হাড়ে হাড়ে বুঝে যান
বহুরূপী বাংলা।
ভুলে গেলে চলবে না
অতীতের কটা দিন।
বাঙালিরা মানবে না
বড় ছোট অতিদীন।
জবাবের ভাষা গুলো
বড় এলোমেলো।
খড় কুটো দিয়ে জ্বালো
গরিবের চুলো ।
ঝাঁটা মারো বড় মুখে
বেকারীরা বাংলার।
অপমানে মুখ ঢেকে
ধূলো মুছো চশমার।
বাংলার রাজ রাণী
মিথ্যার মাষ্টার।
শ্রী ময় বাংলার
কালিমাখা গৌরব।
চট্কানো ফুলের
থাকে নাকি সৌরভ।
বাঙালিরা ফিরে দেখো
চোখ খুলে বারবার।
যত দেখো ততো শেখো
কত শ্রী বাংলার।। ফিরে দেখো
তুলসীদাস বিদ
বাঙালিরা ফিরে দেখো
বাংলার কত রূপ।
দেখে দেখে মনে রেখো
বাঙালিরা নিশ্চুপ।
বদলের পালা গান
উল্টিয়ে বদলা।
হাড়ে হাড়ে বুঝে যান
বহুরূপী বাংলা।
ভুলে গেলে চলবে না
অতীতের কটা দিন।
বাঙালিরা মানবে না
বড় ছোট অতিদীন।
জবাবের ভাষা গুলো
বড় এলোমেলো।
খড় কুটো দিয়ে জ্বালো
গরিবের চুলো ।
ঝাঁটা মারো বড় মুখে
বেকারীরা বাংলার।
অপমানে মুখ ঢেকে
ধূলো মুছো চশমার।
বাংলার রাজ রাণী
মিথ্যার মাষ্টার।
শ্রী ময় বাংলার
কালিমাখা গৌরব।
চট্কানো ফুলের
থাকে নাকি সৌরভ।
বাঙালিরা ফিরে দেখো
চোখ খুলে বারবার।
যত দেখো ততো শেখো
কত শ্রী বাংলার।।
Comments