কবি আবদুস সালাম -এর একটি কবিতা
অলক্ষুণে
সম্পর্কের উঠোন আজ স্যাঁতস্যেঁতে
বিবর্ণ ঢেউ উঁকি মারে জলের ছায়ায় অসমতল স্নেহগুলো ভেজালের বারান্দায় সেঁকে নেয় ভরসা
সময়ের শ্যাওলা জমেছে নিস্তব্ধতার ঘাটে
পিচ্ছিল উপত্যকায় শুনি মৃত্যুর পদধ্বনি ব্যর্থ দহন চিত্র খুঁজে পায় খাজুরাহের গায়ে নৈরাশ্যের চরে বাসা বেঁধেছে ডাহুক
নৈঃশব্দের চিল উড়ে চলেছে স্যাঁতস্যাঁতে আকাশে
প্রচ্ছদহীন অলক্ষুণে বারান্দায় জমা হয় নৃশংস অন্ধকার
Comments