কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা
ডাইরির পাতা
কবে থেকেই ভাবছি খুলি ডাইরির পাতা
সময়টা হয়ে ওঠে না
কত স্মৃতি কত সুখ জেগে আছে শত মুখ
চেনা যেন হয় অচেনা।!
আজ সেটা খুলে দেখি কী যেন আছে একি
মিথ্যে যত লেনাদেনা
কত লেখা কত চিঠি আঁখি তোলে শত গীতি
ছোট বড় নানা যন্ত্রনা ।
ডাইরির পাতাগুলো হয়েছেও বেশ কালো
আছে প'ড়ে মুখ গুঁজে
মোর হাতের পরশে হঠাৎ বেশ হরষে
( বলে)-- কার এত খোঁজে?
কত স্মৃতি কত গন্ধ সুর তাল আর ছন্দ
লেখা আছে সে পাতাতে
দেখে কোথা যে লুকোই মনে হয় সব চুকোই
চলে যাই অজানা কোন্ প্রান্তে!
চলে গেছে প্রেম প্রীতি আত্মীয় সুজন বীথি
কোথা গেলে পাবো দেখা
ডাইরির পাতাগুলো যেন বলে হয়ে নুলো
বেশ তো আছো একা একা!
Comments