কবি রোকেয়া ইসলাম -এর একটি কবিতা
প্রতীক্ষায় হীমেল ভোর
কুয়াশার কোমল চাদরে আঁটকে থাকে পূর্ণিমা শিশির স্পর্শে বিকশিত গোলাপ জীবনের ডিসেম্বর ঘ্রানটান আর মেকআপ খুব প্রাসঙ্গিক
অদেখা আঁধারে দৃশ্যমান শরীর -শিল্পিত,নির্ঝর।
বাতাসে হেঁটে যায় পৌষের দীর্ঘরাত
নির্ঘুম যাপনে অনুভবের বেহালা জমাট
জানে শুধু একজন -বনমালী
সময় খুব অল্প আঁটসাঁট।
পুষ্প আর চাঁদের গভীর মাখামাখিতে ক্লান্ত শিশির
প্রেম ও প্রার্থনায়
সব রাত আঁধারস্তুপ আলো প্রহরের সীমানায়
সূর্য প্রতীক্ষায় থাকা প্রতিটি হিম ভোর আপন সুনিবিড়....
Comments