কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা
রোমন্থনের সাথী
এখন--
উদাসীন হাওয়ায় ---
বৃষ্টি ভাঙছে টুকরোয়,কণায়
আবছা ধোঁয়ার নির্লজ্জ ছায়া
বারান্দার রেলিং ঘেঁষে উচ্ছ্বল অতীত
সদ্য প্রাক্তন কিছু মুহূর্ত !
এখনো --
রেশ রয়ে গেছে সফরের
অতীত টাটকা হয়ে মালতীলতা
তোমার নমনীয় প্রসাধন
আমার বুকের বাতাসে ঘোড়দৌড়
হাঁপ ধরে যাওয়া চারণ!
তখন --
প্রগলভ মুহূর্ত গুলো ছড়িয়ে ছিটিয়ে
নদীর পাড় কাঁপছে, --- ভাঙছিলো
দেয়াল খসে পড়লো মনের,
বাঁধভাঙা বন্যার তোড়ে ভেসে যায়,
আমার তোমার আবরণগুলো!
এখন শুধুই বৃষ্টি ভাঙছে রোমন্থনের।
Comments