কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা

 রোমন্থনের সাথী 



এখন--

উদাসীন হাওয়ায় ---

বৃষ্টি ভাঙছে টুকরোয়,কণায়

আবছা ধোঁয়ার নির্লজ্জ ছায়া

বারান্দার রেলিং ঘেঁষে উচ্ছ্বল অতীত 

সদ্য প্রাক্তন কিছু মুহূর্ত !


এখনো --

রেশ রয়ে গেছে সফরের

অতীত টাটকা হয়ে মালতীলতা 

তোমার নমনীয় প্রসাধন 

আমার বুকের বাতাসে ঘোড়দৌড় 

হাঁপ ধরে যাওয়া চারণ!


তখন --

প্রগলভ মুহূর্ত গুলো ছড়িয়ে ছিটিয়ে 

নদীর পাড় কাঁপছে, --- ভাঙছিলো

দেয়াল খসে পড়লো মনের, 

বাঁধভাঙা বন্যার তোড়ে ভেসে যায়, 

আমার তোমার আবরণগুলো!


এখন শুধুই বৃষ্টি ভাঙছে রোমন্থনের।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ