কবি বন্যা গুপ্ত -এর একটি কবিতা
আলোকবর্তিকা
মন ভিজে আছে বদ্ধ জীবনের
দায়বদ্ধতার বহনে।
হাত বাড়িয়ে আছে মনের বাহুমূল
পথের মরূদ্বানে।
দিগন্তের পটরেখা বলাকার মাঝে
ছায়া যুদ্ধ।
অবসরের কলোরব কিন্তু জীবনে ভরা
মলমাসের সমারোহ।
স্বপ্ন বোঝাই বিগত দিনের ছবিগুলো...
পাখনা মেলে ইচ্ছে ডানা অহংকারের
স্রোতে ভাসে একান্তে।
একলা খুশীর অভিযানে পাহাড়ী ঝর্ণা
দুরন্ত বর্ষার উচ্ছ্বলতায়...
কখনো সমুদ্রের নাবিক হয়ে অজানার সন্ধান
এর মাঝে বাস্তবের অনুপ্রাসে আশার প্রদীপদানি হৃদয়ে প্রতীক্ষার তিতিক্ষায়....
Comments