কবি নবকুমার -এর একটি কবিতা
ঘরের পর্দাটা দুলছে
ঘরের পর্দাটা দুলছে---
পর্দার ওপারে কে আছে জানি না -
কোন আওয়াজও পাচ্ছি না ।
আমি দাঁড়িয়ে আছি দরোজার সামনে
একটা শালগাছের ছায়ায়
আমার চারদিকে বেষ্টন ক'টি বাচ্চা শশক ।
একেকবার মনে হচ্ছে পর্দাটা একটু ফাঁক করে দেখি
আবার থমকে যাই ।
যাকে চেয়েছি যদি না পাই !
তাহলে এক কালো আকাশ বুকে নিয়ে
হেঁটে যেতে হবে সারাটা জীবন ।
এখন তো চলছে ভাঙনের পালা -
রাষ্ট্র ভাঙছে,যৌথ পরিবার কবেই ছত্রাখান
ভাঙছে সমাজ ,মানুষের আচরণ,মানবিকতা
সব--সব---
যদি সেও ভেঙে যায় অস্বাভাবিক নয় ।
তবু যে যেখানে আছে থাক
যেমনটি স্থির আমার মনে
একথা ভেবেই সময় পেরিয়ে যাবে দু'দিনের জীবনে--
Comments