Sunday, September 5, 2021

কবি মায়া বিদ -এর একটি কবিতা

 পরখ

    

ইলেকট্রিকের সুইচ টিপলে

 চলে আলো ফ্যান।

হাত দিয়ে কপাল টিপলে

বিশাল আরাম পান।

বন্দুকের ট্রিগার টিপলে

মরে অনেক প্রাণ।

ডাক্তারেরা নাড়ি ধরলে

    জীবনের হদিশ পান।

No comments: