Sunday, September 5, 2021

কবি জয়িতা চট্টোপাধ্যায় -এর দুটি কবিতা

 ভয়ের কুঁড়ি



তুমি আমার যুদ্ধ গোলাপ

আকাশের শান্ত কন্ঠস্বর

স্থাপত্যের ভিত্তি থেকে শুরু হয় বৃষ্টি

শুরু হয় অজস্র রক্তপাত

তোমার চোখে চোখ রেখে স্বপ্ন আঁকি

রোদ্দুর লিখি অক্ষরে অক্ষরে

তবু আজও ঝরে পড়ে আগুন

হাওয়ায় হাওয়ায়

শান্ত রূপসী সন্ধ্যা ঝুপ অন্ধকারে

ভীষণ অবিশ্বাস ফুটিয়ে তুলছে কুঁড়ি।। 

______________________________________


প্রজাপতি জন্ম



পুড়িয়ে দিচ্ছে আমার দুটো সোনালী ডানা

তোর ছায়ার আগুন

মেঘের উৎসব থেকে মুখ ফিরিয়ে

আমি গেছিলাম তোর কাছে

আজ নিরুৎসাহে ঝুঁকে পড়ে আমার শরীর

শূণ্যে যেন ছুঁড়ে দিলি আমায়

আমি মাটির ওপর মুখ থুবড়ে

আমার সৌন্দর্য পাঁজর

ডুবে যাচ্ছে কান্নায় হাড় থেকে শিরায়

গুঁজে গুঁজে আছে ক্লান্ত শব্দ

কোনও অবসরের শ্লোকে গেঁথে গেছি আমি

কত সুদীর্ঘ দুঃখ নিয়ে, 

আমি উড়ে যেতে চাই রেশমি হাওয়ায়

আমার সোনালী ডানায় দুরন্ত প্রশ্রয়

ছায়ার শৃঙ্খলদের আজো জড়ো করি

বৃষ্টির ভেজা দাগ তুলে আনি মায়ার প্রাচীরে

আমি হাওয়ায় হাওয়ায় লিখে দিলাম 

পুড়ে পুড়ে খাঁক হওয়ার গাঁথা।। 

No comments: