কবি আশীষ কুন্ডু -এর একটি কবিতা
কথা
কথার সুতোয় সেতু বেঁধে
এগিয়ে যায় গুটিগুটি পায়ে
ভালবাসা সিক্ততায়-
সবুজ ঘাসের মাঠে!
কথার সারণী বেয়ে নেমে আসে
অনেক প্রাণের ঢল, মধ্যরাতে
রাত পোহাতে --জাগরণী গানে!
কথার পিঠোপিঠি রোজ
নতুন শব্দবন্ধ মিছিলের মতো
স্লোগান তোলে --'জীবন জিন্দাবাদ'।
তাই কথা শেষ হয় না,
কিংবা শেষকথা হয় না-
শেষের কথার আগে।
Comments