কবি উদয়ন চক্রবর্তী -এর একটি কবিতা
আলবিদা
শরীরের ঘাম যখন বৃষ্টি আবদার করে
আকাশের বাউন্ডুলে মেঘও কেঁদে
নিজেকে হালকা করতে চায় লজ্জাহীন।
এসো এটা আমি জানি তুমিও জানো কোথায় কোন কোণায় ঘাপটি মেরে
লুকিয়ে থাকে ভালোবাসার ঘুন পোকা
যদিও সে জানাও সম্পূর্ণ নয় এ যাত্রা পথে।
কোথায় কোথায় স্পিড ব্রেকার তৈরি হয়
সময়ের অন্তরালে যাপনের ইতিহাসের পাতায় কোনো যতি চিন্হ না রেখে সে ধূসর
রেখা চিত্র এক অতি বাস্তব ছবি এঁকে ফেলে।
আমি সেই প্রজাপ্রতি কে খুঁজে মরি যে আমাকে পৌঁছে দিতে পারে এক নৈসর্গিক
দিগন্তের শেষ প্রান্তে যেখানে লেখা আছে আলবিদা।
কাটা ঘুড়ির গন্তব্য হীন বিষণ্ন যাত্রাপথে
বোঝা যায়না যখন উল্লাস আর উন্মাদনা
নেচে বেড়ায় ময়ূরের মতো পেখম তুলে।
সময় যোগ বিয়োগ করে ঠিক ভাগশেষের
উত্তর মিলিয়ে দেয়।
Comments