কবি মুহাম্মদ বায়েজিদ আলী -এর দুটি কবিতা

 দর্শক নই


আজান হবে, ভোর হবে না!

চৌপাশ ভিড়ে যাবে।

আমি দর্শক নই—

কাফনে মোড়ানো লাশ।


-----------


শূন্যপাতা


লুকানো খামে চিঠি—

চিঠিওয়ালা হাঁকছে... আমার আঙিনায়!

প্রেরকঃ- অজ্ঞাতনামা

ভাজ ভেঙে দ্যাখি—শূন্যপাতা!

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024