কবি তৈমুর খান -এর একটি কবিতা
সম্পাদক
পাত্তা দেবে না কেউ , কাছাকাছি গেলে
মুখ ফিরিয়ে নেবে , কথাও বলবে না
শুধু নীরবে বাইরে যাওয়ার ইংগিত
পাত্তা দেবে না কেউ
যে রকমই সম্পাদক হোক
তার কাছে দেবার মতো আলো যদি নাও থাকে
সুখ দুঃখ বাক্য বিনিময়ে কিছুই ভাগ করা যাবে না
ডিঙানো যাবে না তার ঘরের সীমানা
এইখানে রাত হলে রাস্তায় বসে বসে কাঁদো
এইখানে আগুনে পুড়লে যন্ত্রণায় নিজেকে ঢাকো
গাছের ছায়ায় বসে দ্যাখো , কত পাখি ডাকে
ভিজে যাও বৃষ্টিতে বর্ষায় মেঘে —
এইখানে একমনে লেখা আর না - লেখার ভিড়
পাতায় পাতায় মেঘে কল্পনার নীড়
আনন্দে নিরানন্দে ক্রমে কথা হোক
লেখা আর না - লেখাদের নিজেই সম্পাদক ।
Comments