Sunday, September 19, 2021

কবি নবকুমার -এর একটি কবিতা

 আনন্দ,কোথায় আছিস ? 



বন্ধু,আনন্দ এলো না?

কোথায় গেল আনন্দ ?

সে কী হাসপাতালের শয্যায় 

করোনায় ধুঁকছে ?


প্রকৃতির পরিক্রমায় শিউলি -

কাশ ফুটেছে ,দোলাচ্ছে মাথা

শরত বাতাসে,শিউলি ঝরে পড়েছে

গাছতলা আলো করে

কিন্তু সে সু-ঘ্রাণ কোথায় গেল ?

সে কী আনন্দ নেই বলে !


লোকাল ট্রেনের হকাররা ধূপবাতি বিক্রি করছে দুয়ারে দুয়ারে 

আর বাবুদেরকে জিজ্ঞেস করছে--

বাবু,লোকাল ট্রেন খুলবে কবে ?

বাবু ব্যাজার মুখে উত্তর দিচ্ছেন-

জানিনা ,যত্তসব---


ঢাক বাজছে প্যান্ডেলে -প্যান্ডেলে 

তবু সব যেন ম্লান -বড় ফাঁকা --

আনন্দ,এখনো শোভা পাচ্ছে 

মায়ের বেদিতে তোর আল্পনা আঁকা ।

No comments: