Sunday, September 19, 2021

কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা

 আমি কি জানবো




   যখন চলে যাবো সে ই অজানা দেশে

         পড়ে থাকবে যত্নে রাখা

         শিলমোহর আঁটা সমস্ত কিছু

      এতদিন আমার বলে ছিল যা চিহ্নিত। 

যে শরীরের জন্যে ছিল কত মায়া কত চিন্তা

  সেগুলো পুড়ে পুড়ে হবে ছাই

     জানতেও পারবোনা

       বুঝতেও পারবোনা

         তার জ্বালা কতখানি! 

       

        তবে এত মোহ কেন

    আমি কি জানবো-- আমার 

দেহটা কে নিয়ে তোমরা কী করছো! 

আমি কি জানবো!

No comments: