কবি তাপস মাইতি -এর একটি কবিতা

 দীর্ঘ অতিক্রমণের যাত্রা

             


নীলের ভেতরে একটি নিরন্নমুখ 

কম্পিত ভাবে চেয়ে আছে 

সাদা সাদা দুঃখ, মেঘের সমান প্রায় 

সামান্য আহত খেয়ে ওই জীবন 

যাকে স্মরণ করতে চেয়েছে -----  

                                        সে বজ্র । 


পুড়ে ছাই হয়ে গিয়েছে 

সেই দিনটির কথা, 

তখন অন্ধকার একা 

জ্যোৎস্না -- গহ্বরের আলো চুরি করে 

রক্তাক্ত করেছে সমস্ত আশা ,

রামধনুসুখ দেখেও বলতে পারে নি 

এই দৃষ্টি কেন চিরন্তন নয় ?


মনে পড়ে কেবল দীর্ঘ অতিক্রমণের যাত্রা ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ