গীতিকার বদরুদ্দোজা শেখুর একটি গান

 চোখের ওপারে 



চোখের দেখায় সাধ মেটে না যে , মনের দেখা তাই চাই গো,

আলোয় যা দেখা যায় না সহজে, তমসায় তাই পাই গো।।


চোখের সীমানা পেরিয়ে যেখানে

আরো দূর দেখা যায় যে ধেয়ানে

সেই অনাবিল বাতায়ন-সুখ মনোভূমে পেতে চাই গো ।।


বাসনা বিলাপ হয়েছে সমাধি

মনের গোলাপ তাই বুকে বাঁধি

আঁধিয়ার মাঝে নতুন কী আছে ? ধুলো ছাড়া কিছু নাই গো ।।


আলোর ওপারে যে আকাশ আছে

কতোটুকু তার পাই বলো কাছে ? 

তাই তো বিভোর হ'য়ে চ'লে যাই , প'ড়ে থাকে শুধু ছাই গো ।।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ