কবি উদয়ন চক্রবর্তী -এর একটি কবিতা

 ব্যর্থতার শূন্যতা বুকে নিয়ে 





আমি ভেবে ছিলাম আর বলব না

কোনও কথা যেখানে ধূসর বালুকনা

মিশে আছে শব্দের সাথে --

যেখানে সাগর নদীও পাল্টে নিয়েছে 

নিজের অস্তিত্বের অহংকার --

যেখানে তুমি কতটা ঝুঁকিয়েছ মাথা

সেটাই তোমার বরাদ্দ স্বাধীনতা।

নিয়তী ভাগ্য অদৃষ্ট সবই অলীক শব্দ 

আকাশে হাহাকার ভেসে বেড়ায় 

হতভাগ্যের হাহুতাশে নিরন্তর --

এ সূর্য সংসারে প্রতিদিন উল্লাস আর

বিষাদ আচারের মতো চুষে খায় অতৃপ্তি মাখা 

মানুষের দল তৃপ্তি আর ব্যর্থতার শূন্যতা বুকে নিয়ে।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024