কবি নবকুমার -এর একটি কবিতা

 নাম নেই 

  


আমার কোন নাম নেই

কোন পরিচিতিও নেই

প্রকৃতির অপার শূন্যতা থেকে 

নাভি ছিঁড়ে আমার

উত্তরণ

তা-ই কোন নাম দেয়নি কেউ ।



এই যে দেখছ বিস্তৃত প্রাঙ্গণ --

এটাও আমার নয়  

মাঝে মাঝেই ভাবি,

এই শরীরও আমার নয় ।


এমন একটা দিন আসবে

তুমি-আমি কেউ থাকবো না

থাকবে এই ছলাত্ ছলাত্ নদী

দিগন্ত গন্ডীঘেরা এই প্রকৃতি ।


আমাকে যা খুশি নামে ডাকো-

আমিও মনোমতো নামে ডাকি--

ভালোবাসাহীন জীবন

শুধ ফাঁকি---আর ফাঁকি ----।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ