অঙ্কন শিল্পী- মৌসুমী চন্দ্র
সম্পাদকীয়
পুজো আসছে কথাটির মধ্যে কতটা গভীরতা আছে?--- এই ব্যাপারে কতজনই বা অবগত! অনেকের কাছে বিশ্বকর্মা পুজো পেরোলেই উমা পুজোর গন্ধ পান। এটা অবশ্য স্বাভাবিক ঘটনা বলেই মনে হয়, যেন এবার পুজো চলে এল। তাই ভাষান্তর ঘটুক পুজোর আকাশ বাতাস ও পশুপাখি-গাছপালার। কারণ শুধু পুজোর উৎসবেই বাঙালিকে মজলে হবে না, হতে হবে পুজোর সময়কার প্রকৃত পাঠক। এই বিষয়ে সচেতন যদিও অনেকেই, কারণ পূজার ছুটি কাটানো আর সাথে সাথে বইয়ের গন্ধে মাতোয়ারা হওয়ার মধ্যে যে আনন্দ তা আর কোথাও নেই। বাঙালিকে তাই বলা যেতেই পারে রসে বসে বাঙালি, পেটুক বাঙালি, বইপাগল বাঙালি। তাই দেরি না করে পুজোর আগমনের আনন্দে মেতে উঠুন, সাথে চলুক সাহিত্যচর্চা। আমরা আছি আপনাদের পাশে। সাহিত্যের প্রতি মিলন থাকতে চোখ রাখুন World sahitya adda ম্যাগাজিনে।
ধন্যবাদান্তে
World sahitya adda সম্পাদকীয় বিভাগ
_________________________________________________________________
***Advertisement(বিজ্ঞাপন):
১)
##সাঁঝের বেলা' মাসিক অনলাইন ম্যাগাজিনে যে কেউ কবিতা/গল্প পাঠান|
##'সাঁঝের বেলা' সাহিত্য সম্মান' (কবিরত্ন/সাহিত্যরত্ন/সাহিত্যজ্যোতি) পেতে যে কেউ নিজের লেখা সেরা কবিতা/গল্প/প্রবন্ধ/আঁকা ছবি/ভ্রমণ কাহিনী/রম্য রচনা/উপন্যাস/নাটক পাঠান|
##'সাঁঝের বেলা জীবনজ্যোতি সম্মান' পেতে নিজের জীবনী পাঠাতে পারেন|
লেখা পাঠাতে যোগাযোগ করুন- 9999998705
-সম্পাদক সাঁঝের বেলা
___________________________________________________________________
২)
__________________________________________________________________
৩)
_____________________________________________________________
বি.দ্র : বিজ্ঞাপনের সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার। পত্রিকা কর্তৃপক্ষ এর কোনো দায়িত্বে নেই। আপনারা আপনাদের সুবিধা মত যোগাযোগ করে নিন। ধন্যবাদ।
##এছাড়া আপনি ও দিতে পারেন নিজের বই প্রকাশ সহ বিভিন্ন বিষয়ের বিজ্ঞাপন মাত্র ১০০ টাকা। বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 8016962754 এই নাম্বারে। ধন্যবাদ
Comments