কবি ইমরান শাহ্ -এর একটি কবিতা
হৃদবেদন
বোঝ না কেমন কইরা বাঁচি
কেমন কইরা কাটে আমার এই–
দুই আনার জীবন; সবইতো জানো
যেহানে তাকাই শুধু তোমারে দেহি
স্নানে, গানে কবিতায় এমনকি জলপাত্রে।
এমনতর হইয়া গেলা কেমনে কও
মানুষ পাইবার পর বুঝি পাল্টায়–
ধ্যান-জ্ঞান অন্যখানে বিছাইয়া দেয়;
শষ্যদানার মত বিরান অফসলি জমিতে
অথচ আমিতো আছিলাম একদিন প্রাণভোমরা।
সোনার পিনিস খানি ডুবাইলা ক্যান
পাইলা কি ডুবাইয়া; সোনার জীবন?
আন্ধার রাইতে কুহুক ডাকে খালি
মাঝেমধ্যে কোকিল ডাকে বিষাদের সুরে
মানুষ বদলায় ক্যান, কইতে পারো!
সত্যি যদি ভালোবাইসা থাকো আমারে
তুমিও হোনো কণ্ঠের মামুলি চিৎকার–
সিন্দুরমতির মেলায় হারাইলা কোন আশায়
একটা মানুষের জীবনে কতখানি লাগে?
কি পাইবার পর ক্ষ্যান্ত হয়!
Comments