Monday, October 18, 2021

কবি চিরঞ্জিত ভাণ্ডারী -এর একটি কবিতা

 কালোমাছি বাছতে সাহস করিনি



একটি আমন্ত্রণ-পত্র ভোরের নরম আলোর মতো

আমার মুখ-মণ্ডল ছোঁয়

জীবনের প্রথম প্রেম পত্রটি হাতে পেলে নিজেকে

ঝর্ণার মতো গড়িয়ে দিতে ইচ্ছে করে।


আপনার নামের পাশে আমার কবিতাটি উজ্জ্বল নক্ষত্র হবে, জেনে

কৃষ্ণ দর্শনে রাধিকার মতো পরম সুখে নেচে উঠে

আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ।


শুধু জানিয়েছিলাম,উদর; অনুনয় বোঝে না

তাই ভয়ে ভাতের চালের কোন দিন কালোমাছি বাছতে সাহস করিনি।


মোড়-উন্মোচন হলো

সুজনের কাছ থেকে পত্রিকা চেয়ে চোখ রাখি

দেখি আমার কবিতা ছাপা হয়নি।


এমন আত্মতৃপ্তির খুশি,এর আগে

আমার উঠোনে কোন দিন সানাই বাজায়নি।

No comments: