বলে গেল না
নিত্য দিনের মতোই
বেরিয়েছিল ছেলেটা
কিন্তু আর ফিরল না!
একটা ভয়ঙ্কর সংঘর্ষ
সব ওলোট-পালোট করেদিল।
হয়তো সে সাবধানেই ছিল
নয়তো ছিল বেশ কিছুটা বেপরোয়া।
কোনোটাই অসম্ভব নয়।
সহযাত্রী আজ পাঞ্জা লড়ছে
মৃত্যুর সঙ্গে।
কানাঘুষো চলছে
একে অপরের সতর্কতায়।
কোন্ টা গুজব,কোন্ টা সত্যি
যাচাই এর সময় নাই।
সন্তানহারা জননীর
আর্ত চিৎকারে
বিদীর্ণ হয় আকাশ-পাতাল।
একসময় স্তিমিত হয়
আর্তবেদনার রোল,
অস্ফুট স্বরে শ্রুত হয়---
বলে গেল না!
No comments:
Post a Comment