প্রশ্ন
পাশের বাড়ির খুকু আমায়,বড়ই ভালো বাসে,
মাঝে, মাঝে, কথায় কথায় সে
যে মুছ্কি হাসে।
প্রশ্ন করে বলতো চাচু, রক্ত কেন লাল?
বলতো দেখি, পাকলে পরে খসে কেন তাল?
মানুষ কেন দু-পায়ে চলে, চারপা কেন গরুর?
ঘোড়া কেন ছুটতে থাকে, হাতির কেন শুড়?
গাই গরুতে দুধ দেয় কেন? ষাঁড়ের কেন নাই?
মানুষ কত কথা বলে,পশু বলেনায়?
চারের পরে পাঁচ কেন?ছয় হলে কি হয়?
দশের আগে আট না হয়ে,হয় যে কেন নয়?
আপেল কেন নিচে পড়ে? রাতে কেন উঠে চাঁদ?
বর্ষাকালে ভাঙে কেন নদীর মস্ত বাঁধ?
আমি বলি থাক, থাক,থাক কথা কে আর শোনে,
সব উত্তর দেব আমি শুয়ে রাতে ফোনে।
No comments:
Post a Comment