কবি উত্তম ধীবর -এর একটি কবিতা
পক্ষ
কোন বড়শিতে টোপ গিলেছ বন্ধু,
কোন বড়শিতে টোপ?
মোবাইলে স্ট্যাটাস কোথায়?
বোধ বুদ্ধি সকলি কি পেয়েছে লোপ্?
তোমার কাব্যে চাঁদের কিরণ ঝরে প্রত্যহ,
এসেছে সময় ,দাও তার প্রমান,
বয়ে যায় রক্ত নদীর স্রোত---_
তুমিও কি তাতে করতে চাও স্নান?
উত্তাল দেশ ! আতঙ্কে রাতের প্রহর গোনে সংখ্যালঘু
হও তুমি হিন্দু কিংবা মুসলমান,
তোমার কাব্যে তো শুনেছি আর্তের বিলাপ
এসেছে সময় আজ দাও তার প্রমান।
বিবেক-বুদ্ধি সত্বা যদি রাখো বন্ধক
মৌলবাদের কাছে,
এই বধ্য ভূমে তুমিও তবে এক জল্লাদ
তোমারও চোখে রক্তের নেশা অহরহ নাচে।
Comments